ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

জালিয়াতি মামলায় ছেলেসহ রাগিব আলীর সাজা বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, আগস্ট ৯, ২০১৮
জালিয়াতি মামলায় ছেলেসহ রাগিব আলীর সাজা বহাল

সিলেট: সিলেটে জালিয়াতি মামলায় ছেলেসহ রাগিব আলীর সাজা বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ আগস্ট) আপিলের শুনানি শেষে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ১৪ বছরের সাজার আদেশ বহাল রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জননিরাপত্তা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুরে চা বাগানের দখল নেন রাগিব আলী। এর পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাগিব আলী ও তার ছেলে আবদুল হাইকে নিম্ন আদালতে ১৪ বছরের সাজা দেন। আদালত রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে দেওয়া রায় বহাল রেখেছেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট এটিএম মাসুদ টিপু, অ্যাডভোকেট মঈনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।