ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

১১ মামলায় হাইকোর্টে মাহমুদুর রহমানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, আগস্ট ৬, ২০১৮
১১ মামলায় হাইকোর্টে মাহমুদুর রহমানের জামিন

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় মানহানির অভিযোগে করা ১১ মামলায় দৈনিক আমার দেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (০৬ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মাদ আলী।

সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

পরে আইনজীবীরা জানান, দেশের বিভিন্ন জেলায় মানহানির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা হয়। এর আগে ১৯টি মামলায় তিনি জামিন পেয়েছেন। সোমবার ১১টি মামলায় আগাম জামিন পেয়েছেন।  

গত বছরের ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা হয়। দেশের বিভিন্ন জেলায় পৃথক ৩৩টি মামলা হয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।