ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

কক্সবাজারে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জুলাই ১৯, ২০১৮
কক্সবাজারে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে অস্ত্র মামলায় আহমদ হোসাইন (৩০) নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হোসাইন জেলার রামু উপজেলা সদরের তৈলীয়াঘোনা এলাকার মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রামু থেকে অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হন হোসাইন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে দুপুরে বিচারক এ রায় দেন।

কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ জানান, এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
টিটি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।