ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, জুলাই ৮, ২০১৮
সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর ইন্তেকাল

ঢাকা: সাবেক অ্যার্টনি জেনারেল কে এস নবী (কাজী শহীদুন নবী) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজউন।

রোববার (০৮ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে কাজী রেহান নবী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন কেএস নবী।  

সোমবার (০৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কে এস নবীর জানাজা অনুষ্ঠিতহবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।