ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আইন ও আদালত

ববি হাজ্জাজের দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ২৭, ২০১৮
ববি হাজ্জাজের দল নিবন্ধনের আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা: ববি হাজ্জাজের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) নিবন্ধন চেয়ে করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানির পর বুধবার (২৭ জুন) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এক সময় ববি হাজ্জাজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

পরে রাশনা ইমাম সাংবাদিকদের বলেন, দলটি নিবন্ধনের জন্য গত বছরের ডিসেম্বরে ইসিতে আবেদন করা হয়। ইসির গণবিজ্ঞপ্তি অনুসারে গত মার্চ ওই আবেদন নিষ্পত্তির কথা থাকলেও এর তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তি করেনি ইসি। এরপর রিট করা হলে উচ্চ আদালত দুই সপ্তাহের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৭,২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।