ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আইন ও আদালত

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, জুন ১২, ২০১৮
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ সখিনা খাতুনকে পিটিয়ে হত্যার মামলার রায়ে স্বামী বাবুল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত বাবুল মিয়া (৩৫) আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, হত্যাকাণ্ডের দুই বছর আগে রূপগঞ্জের নয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে সখিনা খাতুনকে (২৫) ফরিদপুর জেলার মধুখালী গ্রামের গুন্দারদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে বাবুল মিয়ার (৩৫) কাছে বিয়ে দেয় পরিবার। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায় সময় মারধরসহ নানাভাবে নির্যাতন চালাতো স্বামী।

এর মধ্যে ২০০৪ সালের ১৫ মে রূপগঞ্জের নয়াপাড়া ফতেপাগলীর ভাড়া বাড়িতে দাবিকৃত যৌতুকের জন্য ব্যাপক মারধর করে। এসময় আশপাশের লোকজন এসে সখিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর ২০ মে সখিনা মারা যায়।

এ ঘটনায় সখিনার বাবার দায়ের করা মামলায় আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।