ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আইন ও আদালত

জুডিশিয়াল সার্ভিসের ইফতারে প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জুন ১০, ২০১৮
জুডিশিয়াল সার্ভিসের ইফতারে প্রধান বিচারপতি

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ জুন) রাজধানীর ধানমন্ডি এলাকায় জিনজিয়ান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

ইফতার অনুষ্ঠানে প্রধান বিচারপতির সহধর্মিণী সামিনা খালেক, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা সহ জুডিশিয়াল সার্ভিসের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী ইফতার মাহফিলে আগতদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুন ১০,২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।