ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

রংপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, মে ৯, ২০১৮
রংপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় গৃহবধূ ফরিদা বেগম হত্যার দায়ে তার স্বামী আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (০৯ মে) দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ এবিএম নিযামুল হক এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১১ মার্চ কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী আমিনুল।

এ ঘটনায় পীরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সাকিউল আযম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে প্রায় দুই বছর পর ২০১৫ সালের ২১ জানুয়ারি তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ প্রেক্ষিতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে বিচারক এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।