ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

পিরোজপুরে শ্লীলতাহানির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, সেপ্টেম্বর ২০, ২০১৭
পিরোজপুরে শ্লীলতাহানির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরে এক কলেজছাত্রীকে (১৭) শ্লীলতাহানির দায়ে পঙ্কজ রায় (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (২০ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্ত পঙ্কজ রায় পিরোজপুর পৌর শহরের কালিবাড়ি সড়ক রোডের নিরঞ্জন রায়ের ছেলে।

আদালত সূত্রে জনা গেছে, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় ওই কলেজ ছাত্রী বাসা থেকে টেইলার্সের দোকানে যাওয়ার পথে পঙ্কজ তাকে কু-প্রস্তাব দেয় এবং হাত ধরে টানাটানি করে। এ সময় মেয়েটির চিৎকারে পথচারীরা এসে পঙ্কজকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পরের দিন থানায় মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর উপ পরিদর্শক (এসআই) বিপ্লব কান্তি পঙ্কজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন পিপি (নারী ও শিশু) আব্দুর রাজ্জাক খান।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।