ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

চীন যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, আগস্ট ২৮, ২০১৭
চীন যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা: ব্যক্তিগত সফরে চীন যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জারিকৃত এক প্রাজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে ২৯ আগস্ট থেকে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ দিনের জন্য স্ত্রী বেগম বিনতা মাহবুব সহ চীনে যাওয়ার অনুমতি প্রদান করেছে সরকার।

অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতকালীন সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অ্যাটর্নি জেনারেলের দ্বায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।