ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আইন ও আদালত

আদালতে সাংবাদিকের ওপর হামলা, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ৭, ২০২৫
আদালতে সাংবাদিকের ওপর হামলা, ক্ষমা চাইলেন সেই আইনজীবী ফাইল ফটো

আদালতের এজলাসে বিচারকের সামনেই এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহী।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির শুনানিতে অভিযোগ স্বীকার করে ওই সাংবাদিকের কাছে ক্ষমা চান তিনি।

এ বিষয়ে আদেশের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।  

মারধরের শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিন আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন ভুক্তভোগী সাংবাদিক সিয়াম। সেই অভিযোগ শুনানির জন্য আইনজীবী সমিতির ট্রাইব্যুনালে পাঠানো হয়। বিকেলে শুনানি হয়।

শুনানির বিষয়ে সিয়াম জানান, আইনজীবী সমিতির নেতারা আমাকে অনুরোধ জানান যেহেতু অভিযুক্ত বিনা তর্কে সব মেনে নিয়েছেন তাই তার প্রতি ক্ষমাসুন্দর আচরণ দেখাতে। আমি আমার প্রতিষ্ঠানের সাথে কথা বলার শর্তে কিছুদিন সময় চাই। পরে সমিতি ১১ সেপ্টেম্বর আদেশের দিন ঠিক করেছে।

গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এই মারধরের ঘটনা ঘটে। ওইদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়।

বিচারক আদালতে আসার পরে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।  

এনিয়ে বাদানুবাদের একপর্যায়ে ওই সাংবাদিককে ব্যাপক মারধর করেন আইনজীবী মহিউদ্দিন মাহী। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন যোগ দেন।  

কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।