ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

আইন ও আদালত

আইন মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক হলেন ব্যারিস্টার তানিম হোসেইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, আগস্ট ১১, ২০২৫
আইন মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক হলেন ব্যারিস্টার তানিম হোসেইন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওনকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল কনসালটেন্ট (অবৈতনিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তানিম হোসেইন শাওনকে মন্ত্রণালয়ের গৃহীত সংস্কার কার্যক্রম, বিশেষ করে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন কাজে সহযোগিতার জন্য স্পেশাল কনসালটেন্ট (অবৈতনিক) হিসেবে যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

উল্লেখ্য, ব্যারিস্টার তানিম হোসেইন ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পার্টনার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিলেন।  

ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ