ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

আইন ও আদালত

ছাদের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি: ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, আগস্ট ১০, ২০২৫
ছাদের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি: ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবি: ভিডিও থেকে নেওয়া

গত বছরের জুলাই–আগস্ট মাসের ছাত্র–জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করাসহ আরও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১০ আগস্ট) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একই সঙ্গে এই মামলায় গ্রেপ্তার হওয়া রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আগামী ১৭ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পলাতক বাকি চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য তিন আসামি হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ছাত্র–জনতার আন্দোলনের সময় আমির হোসেন নামের এক তরুণ রামপুরায় তার ফুফুর বাসায় যাচ্ছিলেন। পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয় পেয়ে তিনি প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে পড়েন। পুলিশ তাকে অনুসরণ করে।

জীবন বাঁচাতে আমির হোসেন ভবনটির ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকার চেষ্টা করেন। কিন্তু একজন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি ছোঁড়েন। গুলিবিদ্ধ হয়ে আমির হোসেন তিনতলায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছেন।

ইএসএস/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।