ঢাকা: বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম এবং ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
এই ৩৮টি ব্যাংক হিসাবের মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, তার ছেলের নামে একটি এবং তার স্ত্রীর নামে ৩২টি হিসাব রয়েছে। এসব হিসাবে মোট ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান টিমের প্রধান, দুদকের উপপরিচালক তানজিব হাসিব সরকার, ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে দেখা গেছে, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
এছাড়াও, এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে। ফলে অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ রক্ষা করতে তা অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে ৫ মে শেখ আব্দুল হান্নানের পরিবারের চার সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। পরদিন তার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
কেআই/এসআইএস