ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ‘হত্যাকাণ্ডের ভিডিও’ তদন্ত সংস্থার হাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, এপ্রিল ২৮, ২০২৫
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ‘হত্যাকাণ্ডের ভিডিও’ তদন্ত সংস্থার হাতে

ঢাকা: জুলাই-আগস্টের আন্দোলনের সময় ঢাকার অদূরে আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর ঘটনার আরো ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। সেসব ভিডিওতে কারা কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা দেখা গেছে।

তাই এ নিয়ে আরো অধিকতর তদন্তের প্রয়োজন আছে উল্লেখ করে আদালতের কাছে ২৫ মে পর্যন্ত সময় চেয়েছে তদন্ত সংস্থা।  

সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম এসব তথ্য জানান।  

তিনি বলেছেন, এখন ওই ভিডিও যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত সংস্থার এক মাস সময় প্রয়োজন। বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করে দিয়েছেন।

প্রসিকিউটর মিজানুল বলেন, তদন্ত পর্যায়ে আমরা একটা ভিডিও উদ্ধার করেছি। সেখানে কারা কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা দেখা যাচ্ছে। তদন্ত পর্যায়ে নতুন কোনো তথ্য-উপাত্ত এলে এটাকে অবহেলা করার সুযোগ নাই। বিচার বিলম্বিত নয়, ন্যায়বিচারের স্বার্থে এই সময় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আশুলিয়ার লাশ পোড়ানো ঘটনাটির একটি ভিডিও গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় একটি ভ্যানে একজন যুবকের মরদেহ তুলতে দেখা যায়। এবার ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করলেন তদন্ত কর্মকর্তারা।  

ইএসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।