ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

রিমান্ড শেষে আরসার প্রধান আতাউল্লাহ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
রিমান্ড শেষে আরসার প্রধান আতাউল্লাহ কারাগারে আরসার প্রধান ও তার সহযোগীদের আদালতে নেওয়ার সময়ের ফাইল ছবি

নারায়ণগঞ্জ: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, রিমান্ড শেষে শুনানির জন্য আজ আরসার প্রধানসহ আসামিদের আদালতে তোলা হয়েছিল। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৭ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮) এবং তার পাঁচ সহযোগীকে গ্রোপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।