ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

আপন ভাই-বোন হত্যা মামলায় মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আপন ভাই-বোন হত্যা মামলায় মৃত্যুদণ্ড আসামি তরিকুল ইসলাম

রাজশাহী: রাজশাহীতে আপন ভাই ও বোন হত্যা মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ (১) আদালতের বিচারক আবুল কালাম আজাদ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃতদণ্ডের আদেশপ্রাপ্ত আসামির নাম তরিকুল ইসলাম (৪২)।  রায় ঘোষণার পর রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ (১) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শামীম আহমেদ গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল রাত আড়াইটার দিকে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তরিকুল ইসলাম তার ভাই সাদেকুল ইসলামকে নিজ বাড়িতে শাবল দিয়ে বুকে আঘাত করে হত্যা করেন। ঘটনাটি তার বোন আক্তার জাহান কল্পনা দেখে ফেললে ওই সময় তাকেও শাবল দিয়ে হত্যা করা হয়। এরপর তরিকুল বাড়ির সব ঘরের দরজায় তালা বন্ধ করে ভাবিসহ আরও চারজনকে আহত করেন। বিষয়টি টের পাওয়ার পর স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই রাতেই তরিকুলকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত সাদিকুলের ছেলে ইউসুফ আলি সিজার বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হত্যামামলা দায়ের করেন।

মামলার পর তদন্ত শেষে পুলিশ একমাত্র আাসামি তরিকুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালতের বিচারক এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এরপর তথ্য-উপাত্ত উপস্থাপন, শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ মামলার একমাত্র আসামি তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।