ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক মন্ত্রী এনামুলসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
সাবেক মন্ত্রী এনামুলসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা এ কে এম এনামুল হক শামীম

ঢাকা: ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৩ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- আলম আহমেদ, হরিদাস বর্মণ, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, রন হক শিকদার, রিক হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, আলহাজ খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি, মনোয়ারা সিকদার, নাইমুজ্জামান ভূইয়া।

দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে পূর্বপরিকল্পিতভাবে ভুয়া ও মিথ্যা তথ্য সংবলিত রেকর্ডপত্র সৃজন ও তা জেনে শুনে খাঁটি হিসেবে ব্যবহার করা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণের অর্থ সুদসহ মোট ৫৮৩ কোটি ১৩ লাখ তিন হাজার ৮৪৮ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেছেন। এ জন্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, সংশ্লিষ্ট ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা ও নির্বাহী এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নামে মামলা করা হয়েছে।  

মামলার এজাহারনামীয় আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ