ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে উঠছে 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানিতে উঠছে 

ঢাকা: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ধার্য করা হয়েছে।

সুপ্রিম কোর্টের অবকাশ শেষে এ রুলের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী।

রোববার (২৩ মার্চ) আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, গত ৪ ফেব্রুয়ারি জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরবর্তীতে এ রুল প্রস্তুত করা হয়। গত বুধবার ১৯ মার্চ হাইকোর্ট এ রুল শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর সময় ধার্য করেছেন। সাধারণত বুধবার রুল শুনানি হয়। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার (২৩ এপ্রিল) এ রুল শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হবে।  

গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

পরে ৪ ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
ইএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।