ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমি তো একটা ঘোড়া!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, ফেব্রুয়ারি ২৬, ২০১২
আমি তো একটা ঘোড়া!

দুইটি গরু মাঠে একসাথে দাঁড়িয়ে আছে।
একজন আরেকজনকে প্রশ্ন করল...
তুমি কি "ম্যাড কাউ ডিজিজ" এর ব্যাপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!!
অন্যজন বলল : "আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোড়া!

উকিল বাবা
শিক্ষক বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে।


: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।
: ফি ! কিসের জন্য?
: আমার বাবাযে উকিল। ফি ছাড়া পরামর্শ করেন না।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট

আমি তো একটা ঘোড়া!

দুইটি গরু মাঠে একসাথে দাঁড়িয়ে আছে।
একজন আরেকজনকে প্রশ্ন করল...
তুমি কি "ম্যাড কাউ ডিজিজ" এর ব্যাপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!!
অন্যজন বলল : "আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোড়া!

উকিল বাবা
শিক্ষক বললেন, লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো, কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে, তার সাথে পরামর্শ করতে হবে।
: কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।
: ফি ! কিসের জন্য?
: আমার বাবাযে উকিল। ফি ছাড়া পরামর্শ করেন না।

সংগ্রহে: তৌফিকুল ইসলাম সম্রাট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।