ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

মধুমাস | শাহজাহান সিরাজ 

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জুন ৪, ২০২১
মধুমাস | শাহজাহান সিরাজ 

মিষ্টি মধুর ফল-ফলাদির
এলো জ্যৈষ্ঠ মাস,
মধুমাসের ফলের গন্ধে
ভরলো যে চারপাশ।

মধুমাসে মিলবে দেখা
গাছের পাকা আম,
মুখটা সবার রঙিন হবে
খেয়ে কালো জাম।

বাগান ভরা লিচু পাবে
আর পাবে জামরুল,
মুড়ি দিয়ে কাঁঠাল খেতে
হয় না যেন ভুল।

জ্যৈষ্ঠ মাসে সোনার দেশে
ফলের বসবাস,
তাইতো সবাই এ মাসটাকে
বলছে মধুমাস।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।