ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জোকস: দু`সপ্তাহ ছুটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জানুয়ারি ২, ২০১২
জোকস: দু`সপ্তাহ ছুটি

একদিন এক অফিস কর্মী তার এক বন্ধুকে বলল, জানিস কাল থেকে আমার অফিস দু`সপ্তাহ ছুটি।

বন্ধুটি জানতে চাইলেন, কি ভাবে? কাল থেকে আমি এক সপ্তাহ ছুটিতে যাচ্ছি।

তার পরের সপ্তাহে আমার বস ছুটিতে যাচ্ছেন।
 

দুই একটা মারেও বটে

এক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অফিস তদারক করতে এসে বড়বাবুকে ডাকলেন। আপনাদের অফিসকর্মী নিধু বাবুর ফাইলে এতো অভিযোগ কেন? সে কি করে সারাদিন ?

বড়বাবু বললেন, সে তার চারপাশের মাছি উড়ে বেড়ানো দেখে সময় কাটায়।

ব্যস এই তারকাজ ? হুঙ্কার ছেড়ে ছাড়লেন ম্যানেজিং ডিরেক্টর?

বড়বাবু বললেন, আসলে কিন্তু তা না। সে দু`একটা মারেনও বটে।


সংগ্রহে: তৌফিকুল ইসলাম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।