ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বান

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ডিসেম্বর ১৮, ২০১১
এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য গ্রন্থ আহ্বান

দ্বাদশ বছরের মতো এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কারের জন্য শিশু-কিশোদের উপযোগী গ্রন্থ আহ্বান করা হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের জন্য একজন, ছড়া/ কবিতার জন্য একজন, গল্প-উপন্যাসের জন্য একজন, সাধারণ গদ্যের জন্য একজন লেখক এবং প্রচ্ছদ ও অলংকরনের জন্য একজন শিল্পী পুরস্কার পাবেন।



গল্প-উপন্যাসের জন্য দেওয়া পুরস্কারের নাম হবে এম নুরুল ইমান সন্মাননা। প্রতিটি পুরস্কারের আর্থিক মান ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ।

৪ কপি বই এবং লেখক/ শিল্পীর জীবনবৃত্তান্তসহ আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে মোস্তফা হোসেইন, অনারারি সেক্রেটারি, এম নুরুল কাদের ফাউন্ডেশন, আউয়াল সেন্টার (অষ্টম তলা), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।