ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

খুশির ঈদ | জাকির আজাদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জুন ৫, ২০১৯
খুশির ঈদ | জাকির আজাদ প্রতীকী ছবি

ঈদটা খুশির খুব আনন্দের
যে আনন্দের কুল নাই
এমন মজার এই উচ্ছ্বাসের
দিনটার কভু তুল নাই। 

বাঁধনহারা রঙিন দিনটার
কোনো কঠিন রুল নাই
জেগে ওঠে খুশির জোয়ার
সবার প্রাণে ভুল নাই।  

মিস্টি হাসির রং লাগে না
এমন কোনো মুখ নাই
গেয়ে ওঠে প্রাণগুলো সব
যেনো কোনো দুঃখ নাই।

 

হতাশায় আর অপ্রাপ্তিতে
কারো ভাঙা বুক নাই
ঈদটা খুশির শুধু খুশির
যে খুশির অসুখ নাই।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ০৫, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।