ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ঝিঁঝি আর জোনাক মেলা | আবু আফজাল সালেহ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, অক্টোবর ৩, ২০১৮
ঝিঁঝি আর জোনাক মেলা | আবু আফজাল সালেহ প্রতীকী ছবি

ঝিঁঝি পোকা সন্ধ্যাকালে
মিষ্টি মিষ্টি ডাকে
আগান বাগান বাড়ির পাশে
আনাচ কানাচ বাঁকে।

জোনাক যেন পথদিশারি
মিটমিটিয়ে জ্বলে
পথ দেখাতে ঝিঁঝি পোকার
আলো আলো খেলে।
ঝিঁঝি পোকা জোনাকি আর
আলো সুরের খেলায়
হৃদয় আমার যায় হারিয়ে
বন-বাদাড়ের মেলায়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।