ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

লোকটা ও রবীন্দ্রনাথ

সৈকত হাবিব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, আগস্ট ৭, ২০১১
লোকটা ও রবীন্দ্রনাথ

লোকটা পারতো হতে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ হতে পারতো লোকটা

অবশ্য সে সেলাই করে জুতো
বসে রাস্তার ধারে
চুল-দাড়িতে দেখতে তারে লাগে
অবিকল ঠাকুরমশাইর মতো
 
চণ্ডীপাঠ আর জুতো সেলাই সে
করে একই সাথে
জুতো সেলাই সাঙ্গ হলেই দেখি
বইটা তার উঠে আসে হাতে  

লোকটা পারতো হতে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ হতে পারতো লোকটা

অবশ্য সে করে সেলাই জুতো
জীবনভর কেবলই ছেঁড়া সুতো...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।