ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

এক্কা দোক্কা | লুৎফুর রহমান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, এপ্রিল ৯, ২০১৬
এক্কা দোক্কা | লুৎফুর রহমান

হাসলে খোকা, থোকা থোকা
জোনাই জ্বলে ঘরে
প্রজাপতি পাখনা মেলে
সুর পাখির স্বরে।

হাসলে খুকি, উঁকি উঁকি
টুনটুনিটা এসে
লাফায় সে আনমনেতে
দারুণ ভালবেসে।

আসলো পাখি, আঁখি আঁখি
খুললো খোকাখুকি
টুনটুনিটা তখন ওদের
দারুণ মুখোমুখি।

টুনটুনিটা এক্কা দোক্কা
খেলতে যখন যায়
খোকাখুকির আপন মনে
ভীষণ হাসি পায়।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।