যাদের রক্তে পেয়েছি স্বদেশ
তাদেরকে আজ স্মরি
চেতনাদীপ্ত বাঙালির বুকে
বাজে সময়ের ঘড়ি।
শহীদের খুন যায় না মিছে
কথা কয় ইতিহাস
বাঙালির ঘর সম্পদে ভরা
বাঙালি হবে না দাস।
মুজাহিদ গেছে নিজামীও যাবে
বাঙালি করে না ক্ষমা
মিথ্যা কথনে ইতিহাসে আজো
ঘুন হয়ে আছে জমা!
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এএ
।