ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎ যখন নামল এসে | শাহাদাৎ শাহেদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, অক্টোবর ৬, ২০১৫
শরৎ যখন নামল এসে | শাহাদাৎ শাহেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কাশফুলেতে হাওয়ার নাচন
আলতো করে দোলায়
দূর আকাশে শুভ্র মেঘের
পালকিটা মন ভোলায়।
আকাশ নীলে শাড়ির আঁচল
হাত বাড়িয়ে ডাকছে
মেঘের ওপর মেঘের বাড়ি
বড্ড ভালো লাগছে।



চড়তে মেঘের পালকিতে মন
উথলে ওঠে বারবারই
এই শরতের এই বিকেলে
চলে যাব কার বাড়ি?

দোয়েল বলে আয় সাথী আয়
ফুলরা ধরে বায়না
ময়না টিয়ে শালিক বলে
আমার বাড়ি আয়না।

কারোর বাড়ি আজ যাব না
মেঘের ঘরে রাখব পা
আয় কে যাবি সঙ্গে আমার
শালিক টিয়ে ময়নারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।