ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শরৎকালে | আবু বকর হারুন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, অক্টোবর ৮, ২০১৫
শরৎকালে | আবু বকর হারুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরৎ আমায় নিত্য নাচায়
চিত্তে বাজায় সুখের বীণ,
এই শরতে সব পরতে
প্রেম প্রকৃতি খুব স্বাধীন।

শিউলি ঝরা তালের বড়া
সাতসকালে বকুল ফুল,
নীলাকাশে যায় যে ভেসে
শুভ্রবরণ মেঘের ফুল।



বাঁশের বনে কী শনশনে
ছুটে বেড়ায় হাওয়া,
মিষ্টি মধুর অলস দুপুর
এইখানে যায় পাওয়া।

দীর পাড়ে সারে সারে
পাচ্ছে শোভা কাশের বন,
শরৎকালে সাঁঝ-সকালে
এই ছবিটা চিরন্তন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।