ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

সেই নদীটি | রেজিনা ইসলাম

কিশোর কবিতা/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুন ৩, ২০১৫
সেই নদীটি | রেজিনা ইসলাম

খোকার গাঁয়ের নদীটি জলের ঢেউয়ে দুলছিল
ছলাৎ ছলাৎ ঝিকিমিকি দুই পাশে দুই কুল ছিল।
রূপালি রং মাছের দল এদিক সেদিক সাঁতারে
টগবগিয়ে ছুটে যেত একসাথে এক কাতারে।



নদীর তীরে ডুব দিত যে ওই গ্রামের মা-ঝিরা
গান গাইতো ভাটিয়ালি উদাস গলায় মাঝিরা।
নাও বাইতো নদীর জলে বিশাল বড় পাল তুলে
এ ঘাট থেকে ও ঘাট যেত বস্তা ভরা মাল তুলে।

গুচ্ছ গুচ্ছ কাশফুলেরা নয়নাভিরাম দৃষ্টিতে
দোল খেত যে মৃদু হাওয়ায় টাপুর টুপুর বৃষ্টিতে।
সোনারঙের জলের মাঝে ঝুমুর ঝুমুর নূপুরে
ক্লান্ত পাখি নদীর তীরে বসতো অলস দুপুরে।
মৃতপ্রায়ই এই নদীটি ধীরে ধীরে বইছে যে
দায়ী যারা তাদের কথাই করুণ মনে কইছে সে।



বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।