ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া-কবিতা

ইসকুল

সাইফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মার্চ ৩১, ২০১১
ইসকুল

ঢং ঢং ঢং ঢং
বাজে ঘন্টা
ইসকুলে যেতে তাই
ছোটে মনটা।

সেইখানে ইংরেজি
বাংলাও শিখি
দেশ আর মানুষের
ছবিটাও লিখি।


বিজ্ঞান ভূগোল আর
শিখি গুণটা। ।

শিক্ষক বলে দেয়
জানতে যা চাই
সব কিছু শিখে নিতে
কোন ক্ষুধা নাই।

খেলা ছলে লেখাপড়া
গুনগুন গান
পাখিদের মতো শুধু
শুধু কলতান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।