ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

সোনা ঝরা বিকেল | সুব্রত চৌধুরি

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪২, অক্টোবর ৪, ২০১৪
সোনা ঝরা বিকেল | সুব্রত চৌধুরি

সোনাঝরা বিকেলগুলো হারিয়ে গেলো কই?
খেলার সাথী ডাকছে আমায় খুঁজছে পই পই।
বিকেল হলেই মাঠ জুড়ে খোকা-খুকুর দল
কেউবা ছোটে ব্যাটটা হাতে, কেউবা ছোড়ে বল।


কেউ খেলে গোল্লাছুট আর দাঁড়িয়াবান্ধা যত
ভোকাট্টা ঘুড়ির খোঁজে কেউ ছুটছে অবিরত।
আমার এখন নেই সময়, ফুরসৎ মেলে কই?
রোবট হয়ে ছুটছি আমি ঝুলিয়ে কাঁধে বই।
কমপিটিশনের যুগ যে এখন, তাইতো ভীষণ চাপ
স্কুল-কোচিং-টিউটোরিয়াল, কী যে দৌড়-ঝাঁপ।
ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠি, বিষিয়ে ওঠে মন
রেসের ঘোড়া হয়ে আমি ছুটছি সারাখ’ন।
উইকএন্ডে সুইমিং ক্লাস আর শিল্পকলার পাঠ
স্বপ্নে এখন দেয়না হানা, সবুজ-শ্যামল মাঠ।
ভাল্লাগেনা এসব কিছু, পুষছি কষ্ট মনে
ইচ্ছে আমার যাই ছুটে যাই, খেলার সাথীর সনে। ।



বালাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।