ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আলেক্স আলীম-এর ছড়া

বাংলাওয়াশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, নভেম্বর ৩, ২০১৩
বাংলাওয়াশ

বাংলাওয়াশ

বন্ধু আমার যুদ্ধ কর
ব্যাপারটা শ্বাস রুদ্ধকর!
উড়ন্ত চার ছক্কা
আর পাবে না রক্ষা।
ফতুল্লাতে বাঘের ছানা
কিউই পাখির ভাঙলো ডানা!
ধবল ধোলাই কেমনতর
ইতিহাসে সবার বড়।


লাল সবুজের ডাকলো বান
মাটির প্রদীপ অনির্বাণ।
আর যাবো না পিছনে
বলছে টেলিভিশনে।
সোনার হরিণ আসবে
আনন্দে দেশ ভাসবে!
তিন ম্যাচে তিন শূন্য
সবার আশা পূর্ণ।
শোন বাঘের গর্জন
সবার সেরা অর্জন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৩
এমজেএফ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।