ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জলের তলায় হাইওয়ে!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ২৩, ২০১৩
জলের তলায় হাইওয়ে!

শিরোণাম দেখে একটু অবাক হওয়ারই কথা। জলের নিচে আবার রাস্তা হয় কীভাবে! তাও আবার হাইওয়ে!

কিন্তু আশ্চর্যজনক হলেও এটা সত্যি।

নেদারল্যান্ডের রিংভার্ট খালের মাঝে এমনটিই দেখতে পাবেন।

রিংভার্ট উত্তর নেদারল্যান্ডের একটি খাল। ডাচ ভাষায় রিংভার্ট অর্থ রিং ক্যানেল বা গোলাকার খাল।

রিংভার্ট সত্যি একটি গোলাকার জলপ্রণালী, যেটা ঘিরে আছে হারলেমমারমীরে নিচু জমি এবং মিউনিসিপ্যালিটির সীমানা প্রাচীর।
      
এই জলপ্রণালী হয়ে রিংভার্টের চারটি হাইওয়ে অতিক্রম করেছে। এটা নির্মিত হয় ১৯৬১ সালে। রিংভার্ট নেদারল্যাণ্ডের সবচেয়ে প্রাচীন কৃত্রিম জলপ্রণালীও।

২০০৬ সালে এর নতুন দু’টি অংশের নির্মাণ কাজ শেষ হয়। নতুন করে নির্মিত জলের নিচের এই সুড়ঙ্গ সড়ক দু’টির দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৩
এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।