ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শুক্রবার ‘বিদায় দে মা ঘুরে আসি’ এর প্রদর্শনী

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, ডিসেম্বর ২৩, ২০১০
শুক্রবার ‘বিদায় দে মা ঘুরে আসি’ এর প্রদর্শনী

শহীদ জননী জাহানারা ইমামকে তোমরা অনেকেই চেনো। তার লেখা ‘একাত্তরের দিনগুলি’ পড়েছো অনেকে।



তোমরা কি জানো, কিশোরদের জন্য ‘একাত্তরের দিনগুলি’ এর একটি বিশেষ সংস্করণ রয়েছে। ছোট এই সংস্করণটির নাম হচ্ছে ‘বিদায় দে মা ঘুরে আসি। ’ আর সংস্করণটিকে এবার নাট্যরূপ দিচ্ছে আবৃত্তি সংগঠন ‘মুক্তবাক’।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখা যাবে ‘বিদায় দে মা ঘুরে আসি’ নাটকটি। যারা বইটি এখানো পড়নি তারা নাটকটি দেখে জেনে নিতে পারো আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। আর যারা পড়েছো তারাও যাচাই করতে পারো বই এর লেখার সঙ্গে নাটকের নানা দিক।

‘বিদায় দে মা ঘুরে আসি’ নাটকটি দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আবৃত্তি সংগঠন ‘মুক্তবাক’ এর প্রধান নির্বাহী ইকবাল খোরশেদ।


বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।