ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঝালকাঠিতে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

কাজী খলিলুর রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, ডিসেম্বর ২০, ২০১০
ঝালকাঠিতে বাংলানিউজের ইভটিজিংবিরোধী মানববন্ধন

ঝালকাঠি: ইভ টিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার সকাল ১১টায় ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।



অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শিশু বিভাগ ইচ্ছেঘুড়ি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সাংবাদিক চিত্ত রঞ্জন দত্ত, হেমায়েত উদ্দিন হিমু, শ্যামল সরকার, আক্কাস সিকদার, কে এম সবুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, আইনজীবী মাহবুব আলম কবির ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান।


বাংলাদশে সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।