ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেলায় এলো কিশোর গল্পগ্রন্থ ‘মগডাল বাহাদুর’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ফেব্রুয়ারি ২১, ২০১৩
মেলায় এলো কিশোর গল্পগ্রন্থ ‘মগডাল বাহাদুর’

ঢাকা: একুশে বইমেলায় এসেছে মুহসীন মোসাদ্দেকের কিশোর গল্পগ্রন্থ ‘মগডাল বাহাদুর’। বইটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন।

প্রচ্ছদ এঁকেছেন রকিবুল হক রকি। অলঙ্করণ করেছেন রকিবুল হক রকি এবং আশফাকুল আশেকীন। বইটির দাম একশ টাকা।

৪৮ পৃষ্ঠার এ বইতে আছে সাতটি গল্প। প্রতিটি গল্প সহজ-সরল ও সাবলীল ভাষায় লেখা। গল্পগুলো হলো- মগডাল বাহাদুর, ছোটকু আর মোটকু, টুনি এবং বাচ্চা ভূত, মামার গর্দান ও দিলুর আফসোস, দুটো তারা এবং তৃণা, ভূতের সঙ্গে আড়ি ও পিলার অব সাকসেস।

গল্পগুলো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত।

বইমেলায় সিঁড়ি প্রকাশনের স্টলে (১৭৪ নম্বর স্টল) বইটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।