ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

লিচুঅলা

ফয়জুন্নেছা মণি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, জানুয়ারি ৩১, ২০১৩
লিচুঅলা

লিচুঅলা

ফয়জুন্নেছা মণি

ফুল হাসে পাখি হাসে
হাসে কলা বাদুড়
আরো হাসে প্যাঁচারে ভাই
দাঁত পড়েছে দাদুর।

চেয়ারে বসে দাদু
পান চিবুতে থাকে
পানের বাটায় সুপারি জর্দা
পয়সা দাদু রাখে।



কখন দাদু ঘুমাবে আর
করবো কখন চুরি
লিচুঅলা যাচ্ছে চলে
নিয়ে লিচুর ঝুড়ি।

তবু দাদুর চোখ বোজেনা
ডাকছে না তার নাক
দূরের পথে ঐ শোনা যায়
লিচু অলার হাঁক।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।