ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বক-শিয়ালের বন্ধুত্ব

মীর আব্দুল আউয়াল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, জানুয়ারি ২৪, ২০১৩
বক-শিয়ালের বন্ধুত্ব

বক আর শিয়াল মিলে
বন্ধু হয়ে গেল
শিয়াল একদিন বককে
দুপুরের দাওয়াত দিল।

খিদে পেটে ঠিক সময়
বক গিয়ে হাজির
এক প্লেট শরবত দেখে
বকের চোখ থির।



শত চেষ্টায় শরবত ওঠে না
বকের লম্বা ঠোঁটে
অপমান হয়ে বক বন্ধু
গেল ভীষণ চটে।

বক একদিন দাওয়াত দিল
শিয়াল বন্ধুকে
মাটির কলসে দিল খাবার
তাকিয়ে থেকে মুখে।

সরু মুখের সে কলসে
ঢোকেনা শিয়ালের মুখ
মনের দুখে শিয়াল মামার
হাহাকার করে বুক।

বুঝলো শিয়াল তার বন্ধু
কম চালাক নয়
চালাকিতে দু’জনেরই
হলো পরাজয়।

অন্যকে  ঠকাতে গেলে
নিজে ঠকবে হেন
বন্ধুত্ব যদি করতে চাও
দুজন দুজনকে চেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।