ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

একটা চাদর

ফরিদ ফারাবী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জানুয়ারি ২১, ২০১৩
একটা চাদর

নগ্ন গায়ে ঐ শিশুরা
কাঁপছে শীতে,
কেউ আসেনি একটা গরম
চাদর দিতে।
পাথের পাশে আগুন জ্বেলে
বসে থাকা,
মনের মাঝে শীতের বুড়ির
ছবি আঁকা।


লেপ কম্বল জড়িয়ে তুমি
ঘুমাও রাতে,
ওদের শুধুই বোঝাপড়া
শীতের সাথে।
একটা গরম চাদর যদি  
ওদের দিতে,
দুঃখের বোঝা কমতো ওদের
এমন শীতে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।