ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, সেপ্টেম্বর ২, ২০১২
শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

শিশু-কিশোরদের জন্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। দুই মাসব্যাপী এই চলচ্চিত্র নির্মাণ কর্মশালায় ১৩ থেকে ১৯ বছর বয়সীদের শিশু-কিশোররা অংশ নিতে পারবে।



আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা চলবে। এতে সম্পাদনা, শব্দ, চিত্রগ্রহণ, পরিচালনা, প্রামাণ্যচিত্রসহ মোট ১৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, অমিতাভ রেজা, মোস্তফা সরয়ার ফারুকীসহ আরো অনেকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ, ২০/এ সেন্ট্রাল রোড, ঢাকা-১২০৫।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।