ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, সেপ্টেম্বর ২, ২০২৫
দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের দোয়া

মুসলিম মাত্রই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট থাকেন। সব সময় চেষ্টা করেন, কি করে এমন কাজ করা যায় যাতে দুনিয়াতে যেমন সফলতা আসবে, পরকালে মুক্তির পথও তরান্বিত হবে।

সেক্ষেত্রে  রাসুল (সা.) এমনটি  দোয়া আমাদের শিখিয়েছেন যেটি পাঠ করলে উভয় জাহানের কল্যাণ লাভ হয়।

দোয়াটি হলো-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল মুআফাতা ফিদ্দুনইয়া ওয়াল আখিরাহ।
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, মানুষ যত দোয়া করে তার মধ্যে এর চেয়ে উত্তম কোনো দোয়া নেই। (ইবনে মাজাহ, হাদিস : ৩৮৫১)

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।