ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে রুশ পর্যটকদের বরণ! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, আগস্ট ১৪, ২০২২
ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে রুশ পর্যটকদের বরণ!  ইমাত্রাঙ্কোস্কি জলপ্রপাত

রাশিয়ার পর্যটকদের স্বাগত জানানো হচ্ছে ইউক্রেনের জাতীয় সংগীত দিয়ে। এমন ঘটনা ঘটেছে ফিনল্যান্ডের শহর ইমাত্রায়।

সেখানে ইমাত্রাঙ্কোস্কি জলপ্রপাতে রুশ পর্যটকরা যাওয়ার পর তাদেরকে শোনানো হয় ইউক্রেনের জাতীয় সংগীত।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইমাত্রাঙ্কোস্কি জলপ্রপাতে প্রতিদিনই ফিনল্যান্ডের সুরকার জিন সিবেলিয়াসের সংগীত শোনানো হয়। এটি রুশ পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। তবে জুলাই থেকে সেখানে রুশ হামলার প্রতিবাদের ইউক্রেনের জাতীয় সংগীত বাজানো হচ্ছে।  

রুশ পর্যটক মার্ক কোসিখ বলেন, আমরা যারা ফিনল্যান্ডকে পছন্দ করি তাদের জন্য এটি ভালো অনুভূতির নয়। তবে আমরা ফিনল্যান্ড সরকারের দিকটিও বুঝতে পারছি।  

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষে রয়েছে ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার  প্রতিবেশী দেশ ফিনল্যান্ড।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।