ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিতর্কিত সফর শেষে তাইওয়ান ছাড়লেন পেলোসি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, আগস্ট ৩, ২০২২
বিতর্কিত সফর শেষে তাইওয়ান ছাড়লেন পেলোসি  তাইওয়ান ছাড়লেন পেলোসি 

চীনের হুঁশিয়ারিকে উপেক্ষা করে বিতর্কিত সফরে তাইওয়ান সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এই সফর শেষ করে এরইমধ্যে দ্বীপ ভূখণ্ডটি ছেড়েছেন পেলোসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রাজধানী তাইপের বিমানবন্দর ত্যাগ করেন পেলোসি।  

এই সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে ‘পরিকল্পিত সামরিক অভিযান’ এবং লাইভ ফায়ার ড্রিল ঘোষণা করেছে চীন।

মঙ্গলবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপে পৌঁছান ন্যান্সি পেলাসি। ১৯৯৭ সালের পর এটি কোনো মার্কিন শীর্ষ রাজনীতিকের তাইওয়ান সফর। এই সফরকে কেন্দ্র করে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এদিকে সফরে এসে তাইওয়ানকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ন্যান্সি পেলোসি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।