ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, সেপ্টেম্বর ২১, ২০১০
আফগানিস্তানে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৯

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার সকালে ন্যাটো বাহিনীর একটি  হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন বিদেশি সেনা নিহত হয়েছেন। হেলিকপ্টারে থাকা অন্য চার সেনা আহত হন বলে ন্যাটো সূত্রে জানা গেছে।



আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ’

বিবৃতিতে আরও বলা হয়,  ‘ওই অঞ্চলে শত্রুপক্ষের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। ’ বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি।

বার্তাসংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানের চলতি বছর নিহত বিদেশি সেনা সদস্যের সংখ্যা  দাঁড়িয়েছে ৫২৯ জন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।