ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বউয়ের জ্বালায় কারাগারে থাকার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, অক্টোবর ২৪, ২০২১
বউয়ের জ্বালায় কারাগারে থাকার আবেদন

বাড়িতে স্ত্রীর জ্বালায় জীবন অসহনীয় হয়ে উঠেছে। তাই স্বেচ্ছায় কারাগারে থাকতে চেয়ে ইতালি পুলিশের কাছে আবেদন করেছেন আলবেনীয় এক তরুণ।

 

স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) ইতালি পুলিশ এ তথ্য জানায়।  

ইতালি পুলিশের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইতালির রাজধানী রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় থাকেন ৩০ বছর বয়সী ওই তরুণ। তিনি আলবেনীয় নাগরিক।  

কয়েক মাস ধরে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে ওই তরুণ গৃহবন্দি ছিলেন। তার সাজার মেয়াদ আরও কয়েক বছর বাকি রয়েছে। কিন্তু স্ত্রীর সঙ্গে বোঝাপড়া না হওয়ায় তিনি কারাগারেই থাকার ইচ্ছা প্রকাশ করেন।  

ওই তরুণের বাসায় স্ত্রী ও পরিবারের অন্য সদস্য রয়েছেন। পুলিশের কাছে গিয়ে তিনি বলেছেন, বাড়িতে আমার জীবন নরক হয়ে উঠেছে। আর পারছি না। আমি জেলেই থাকতে চাই।

গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘন করায় ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।