ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্ত ২৪ কোটি ৩৭ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, অক্টোবর ২৩, ২০২১
বিশ্বে করোনা আক্রান্ত ২৪ কোটি ৩৭ লাখ ছাড়ালো

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৭০০ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ কোটি ৮ লাখ ৩১ হাজার ২৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬২ লাখ ৫৯ হাজার ১৩৪ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৬৩২ জন।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।