ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গরু চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, সেপ্টেম্বর ২৪, ২০২১
গরু চুরি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ৪৬ জনের

মাদাগাস্কারের একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে গরু চুরি করতে আসা অস্ত্রধারীদের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে এ সংঘর্ষ হয়।

সূত্র: বিবিসি

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’টি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালান। এসময় পাল্টা হামলা চালান স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। সেই সঙ্গে তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।