ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বাইডেনকে সমর্থন জানিয়ে ৮১ নোবেল বিজয়ীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, সেপ্টেম্বর ৩, ২০২০
বাইডেনকে সমর্থন জানিয়ে ৮১ নোবেল বিজয়ীর চিঠি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিয়েছেন ৮১ জন মার্কিন নোবেল বিজয়ী।  

রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী ওই নাগরিকরা জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন।

তারা বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

ওই চিঠিতে নোবেল বিজয়ীরা বলেছেন, বিজ্ঞানের প্রতি এই মুহূর্তে যতো বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল, এতটা বেশি প্রয়োজন আর কখনও পড়েনি। জো বাইডেন বিশেষজ্ঞদের কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা তিনি প্রমাণ করেছেন। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।

তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় অভিবাসীদের অবদানের প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে।

ওই বিজয়ীরা চিঠিতে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিজ্ঞানী হিসেবে আমরা প্রেসিডেন্ট পদে জো বাইডেনের প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করছি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।